«

»

May ১০

আল-মাহমুদের কবিতা

আমাদের মিছিল
-আল মাহমুদ

আমাদের এ মিছিল নিকট অতীত থেকে অনন্ত কালের দিকে
আমরা বদর থেকে ওহুদ হয়ে এখানে,
শত সংঘাতের মধ্যে এ কাফেলায় এসে দাঁড়িয়েছি।
কে প্রশ্ন করে আমরা কোথায় যাবো ?
আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্ত কালের।
উদয় ও অস্তের ক্লান্তি আমাদের কোনদিনই বিহবল করতে পারেনি।
আমাদের দেহ ক্ষত-বিক্ষত,
আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মূতার প্রান্তর।
পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত,
তার সুগন্ধ আমাদের নিঃশ্বাসবায়ু।
আমাদের হাতে একটিমাত্র গ্রন্থ আল কুরআন,
এই পবিত্র গ্রন্থ কোনদিন, কোন অবস্থায়, কোন তৌহীদবাদীকে থামতে দেয়নি।
আমরা কি করে থামি?
আমাদের গন্তব্য তো এক সোনার তোরণের দিকে যা এই ভূ-পৃষ্ঠে নেই।
আমরা আমাদের সঙ্গীদের চেহারের ভিন্নতাকে গ্রাহ্যের মধ্যে আনি না,
কারন আমাদের আত্মার গুন্জন হু হু করে বলে
আমরা একআত্মা, এক প্রাণ।
শহীদের চেহারার কোন ভিন্নতা নেই।
আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি।
কেউ পাথরে, কেউ তাঁবুর ছায়ায়, কেই মরুভূমির উষ্ববালু কিংবা সবুজ কোন ঘাসের দেশে চলছি।
আমরা আজন্ম মিছিলেই আছি,
এর আদি বা অন্ত নেই।
পনের শত বছর ধরে সভ্যতার উথ্থান-পতনে আমাদের পদশব্দ একটুও থামেনি।
আমাদের কত সাথীকে আমরা এই ভূ-পৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি-
তাদের কবরে ভবিষ্যতের গুন্জন একদিন মধুমক্ষিকার মত গুন্জন তুলবে।
আমরা জানি,
আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায়।
আমাদের মুখয়বয়ে আগামী ঊষার উদয়কালের নরম আলোর ঝলকানি।
আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি, নেবে না।
আমাদের পতাকায় কালেমা তাইয়্যেবা,
আমাদের এই বাণী কাউকে কোনদিন থামতে দেয়নি
আমরাও থামবো না।

৪ comments

Skip to comment form

 1. 4
  শামিম

  দারুন

 2. 3
  মাহফুজ

  আল-মাহমুদের কবিতা সত্যিই চমৎকার- “আমাদের হাতে একটিমাত্র গ্রন্থ আল কুরআন

  আমার একটি ছোট্ট প্রয়াস-

  'না আর নয়'

  তথাকথিত প্রগতিবাদের উন্মাদনায়
  সমাজ কলুষিত প্রায়
  অন্যদিকে ধর্মান্ধতা ও অজ্ঞতা
  সর্বদা আঁধার ছড়ায়,
  উভয়পক্ষ সত্যকে ছেড়ে
  ভ্রান্তি ছড়াতে চায়
  এরই মাঝে পড়ে সরল মানুষ
  দিশেহারা হয়ে যায়,
  এ ছলাকলা আর কতকাল
  সহ্য করব হায়!
  না আর নয়, জেগে ওঠো সবে
  সত্যের হোক জয়,
  শান্তির তরে বোদ্ধারা যেন
  একতাবদ্ধ হয়
  কুসংস্কারে ভরা অপকৃষ্টির
  কালোরূপ চিনে নেয়,
  বিবেক ও বোধির অমোঘ জ্যোতিতে
  আঁধার ঘুচিয়ে দেয়।

 3. 2
  শমশের খালিদ

  ধন্যবাদ, পড়ার জন্য।।

 4. 1
  ফাহিম

  অনেকদিন পর একটি ইসলামিক কবিতা পড়লাম

Comments have been disabled.