«

»

Oct ০৬

বারবার ফিরে আসি যেখানে

আবহমানকাল ধরে বহমান নদীর ঝিলিমিলি জলে রক্তস্নান করা সূর্যাভা বলে তুমি সত্য,
নীল রঙের শাড়িতে সজ্জিত একখন্ড আকাশে একফালি চাঁদ হাসে ভরা পূর্ণিমায়, আর বলে- তুমি সত্য।
 সাদা মেঘের পালকির ভিতর থেকে উঁকি মারে তেজদীপ্ত তিমিরবিদারী, বিলিয়ে দেয় আলোকছটা সবুজের কোমল বুকে, জেগে ওঠে লতা, ঢোলকলমি, সবুজপত্র পল্লবে শোভিত বৃক্ষ, আর বলে- তুমি সত্য।
 বাঁকানো রঙিন ঠোঁটে শিকারের নেশায় সাদা ডানা মেলে উড়ন্ত পানকৌড়ি বলে- তুমি সত্য।
 পাহাড়ের কপালে ভালাবাসার চুম্বন এঁকে ছুটন্ত ভাসমান দুরন্ত মেঘ বলে – তুমি সত্য।
 স্নিগ্ধ সকালের ঝিরিঝিরি হাওয়ায় মিষ্টি গন্ধ ছড়ানো শিউলি হেসে বলে- তুমি সত্য।
 মরা খরায় যৌবন হারানো মাঠে বৃষ্টির স্পর্শে জেগে ওঠা মুক্তার দানা বলে- তুমি সত্য।
 সুক্ষ্ম নিয়মে ঘূর্ণায়মান তারকারাজির স্বতঃস্ফূর্ত আত্নসমর্পণ বলে – তুমি সত্য।
 নিটোল জলের মত স্বচ্ছ ঝকঝকে ইতিহাস বলে- তুমি সত্য।
 গভীর মাটির নিচে চাপা পড়ে থাকা নগ্ন, ও বিকৃত যৌনকামীদের অভিশপ্ত অধ্যায় বলে – তুমি সত্য।
 বিচার না পাওয়া এক সম্ভ্রমহীন অবিশ্বাসীর ক্রন্দন ও তার নায্যবিচারের দীর্ঘ অপেক্ষা বলে- তুমি সত্য।
 মেধাবী এক সংশয়বাদীর হতাশায় নষ্ট হওয়া তিক্ত জীবনের ব্যাকুল আর্তনাদ বলে- তুমি সত্য।
 লক্ষ্যহীন মানুষের ভোগবাদী জীবনের তমাল অন্ধাকারে মোড়ানো কালো অধ্যায়ে মুক্তির কামনা বলে- তুমি সত্য।
 অলৌকিকের উপর অলৌকিক প্রমাণ নিয়ে আবির্ভূত গ্রন্থ বলে- তুমি সত্য।
 আলো ছড়াবার আগেই কয়েকটি বাক্যে ঘুমভাঙা পাখিদের কলরবের ঘোষনা বলে- তুমি সত্য।
 অন্ধ, চোখ মেলো; বধির, কান খোলো; বিবেকহীন, হৃদয়ের জানালা খোলো;
দেখবে – তিঁনি সত্য।
 

২ comments

 1. 1
  এম_আহমদ

  এখানে না অন্ধ পারে চোখ মেলতে

  না বধির পারে কান পেতে শোনতে

  যার হৃদয়ের জানালা বন্ধ হয়েছে

  সে জানালা খুলার কে আছে?

  যার হাতে তালা তার হাতে চাবি

  আহা! এ রহস্য-ভেদী ঘোর-পাক খায় সবই।

  1. 1.1
   সানজিদ সরকার

   ভালো লিখেছেন ভাই

Comments have been disabled.