«

»

Oct ০৩

বুঝলো না কেউ

মনের দুঃখ আমি কারে বলি
কারে দেই তার ভাগ বুঝলো না কেউ
জ্বলে পুড়ে ছারখার তৃষিত হৃদয়
জল দিলেও নেভে না এই অনলের ঢেউ ।

বুকের রক্ত মাখা প্রেম ভালোবাসা
বিলিয়ে দিয়েছি সব পৃথিবীর বুকে
সুখের খবর তবু ভাসে না বাতাসে
বার বার ফিরে আসে পরাজিত বীর
খালি হাত খালি পেট লক্ষ্যভ্রষ্ট তীর ।

বিলিয়ে দিয়েছি এই মন প্রাণ মেধা
দেহতো শেষ আগেই বুঝলো না কেউ
অতল সাগরে ভাসি ছিন্নমূল শ্যাওলা
বিধির নিঠুর বলি জাতহীন ফেউ ।

বনের কাছে গেলাম চাইলো না মুখ তুলে
নদীর কাছে গেলাম শুনলো না কথা
পাহাড় গেলো ঘুমিয়ে শীতল হাওয়া
হারিয়ে গেলো ঈশানে । নিশিদিন পথ ভুলে
নিঠুর নিয়তি একা লুকালো কোথায়
আমাকে চড়িয়ে তার বিষে ভরা শুলে?

চিতার অনলে শুল চারিদিকে পান্ডব
খেলছে আমাকে নিয়ে রাক্ষুসে তান্ডব
পুড়ে পুড়ে একাকার ছাইয়ের পাহাড় ।

২ comments

 1. 2
  মফিজুল ইসলাম খান

  খুব ভালো, খুব ভালো ।
   

 2. 1
  Sajib

  এখনো গাঢ় নিশীথে চন্দ্রব্যথা, পূর্ণিমার ধসে অনায়াসে, যে উপহার দিল, তোমার খোলা নরম বুক, দু’হাত পেতে আছি,পেতে নেবো প্রনয়ের প্রণাম, প্রলয়ের শেষে, বুক দাও,ঠোঁট গুজিয়ে নেব ব্যথার সুখ।

Comments have been disabled.